রবিবার, ৩১ জুলাই, ২০১৬

জিনাত আমান

সে ছিল আমাদের তরুন বয়স, কলেজ বিশ্ববিদ্যালয়ের উঁচু ক্লাসে পড়ি , যাকে বলে যৌবনকাল আসার সময়। সে বয়সে কত কি ঘটে! হঠাৎ চুমুর দ্বিধা,অমরাবতীর পাশেই লুকনো থাকে রঙ্গীন স্বপাবলী। প্রথম সিগারেট টানার রোমাঞ্চ এবং হঠাৎ করে নারীশরীরের এলোমেলো বা্ঁক দেখে যে কাপ্ঁন হতো তা কোথাও গিয়ে যেনো মিলিয়ে যেতো। ঐ সেই বয়স, -সত্তরের প্রথম ভাগ, সেই বয়সে মেরিলিন মনরোর অনাবৃত পোস্টার মমতায় লুকিয়ে রেখেছি। আমাদের মেরিলিন মনরো ছিলেন তখন জিনাত আমান, যার ছবি ভিডিওতে দেখার জন্য বেগম বাজারের অলিতে গলিতে ছুটে গিয়েছি। তিনি আদরে মমতায় তরুন জেনারেশনের কৌতহলী গোপন পথ আলগে রেখেছিলেন। শরিরী আলোছায়ার জটিল নকশাগুলো আমাদের চোখের সামনে মেলে ধরেছিলেন। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন