সোমবার, ২৫ জুলাই, ২০১৬

তুমি আমার অর্ধেক আকাশ

কেন বুদ্ধ সবকিছু ছেড়ে বেরিয়ে পড়েছিলেন ? আর বেরিয়ে কৃচ্ছসাধনের মার্গ থেকে এক নিঃসঙ্গতার বিশ্বে ,পরম শূন্যতার বিশ্বে- তিনি কি খুঁজে পেয়েছিলেন? নীরবতা? শান্তি? জীবনের চরম অর্থহীনতা? না অর্থপূর্ণতা?
এই জটিল কথাগুলো যখন ভাবছিলাম ঠিক তখনি আমার স্ত্রী আসিয়া বলিল: কি ভাবিতেছো ?
বলিলাম ,ভাবিতেছি  - হে প্রিয়তমা,তুমি আমার অর্ধেক আকাশ !
স্ত্রী পুনরায় বলিল: বাকি অর্ধেক তাহলে কার ?
বলিলাম: ঐ অর্ধেকও আমার,পরজনমের জন্য রেখে দিয়েছি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন