শনিবার, ১৬ জুলাই, ২০১৬

বাংলা বিভাগ

১৯৭৫-১৯৮১ সময়কাল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা  বিভাগের ছাত্র আমি। এই যে অপরাজেয় বাংলা,  পিছনেই কলা ভবন। ঠিক দোতালেই বাংলা বিভাগ। অপরাজেয় বাংলা'র পিছনের গাছগুলো তখন ছিলনা। আমাদের মুখর পদচারনা ছিল কলা ভবনের দোতালায় সেমিনার রুমের সামনে।এখানে দাড়ালেই দেখা যেতো বটতলা। মান্না-ওবায়দুল কাদেরদের ভাষন শুনতাম এখানথেকেই। আকরাম স্যার, আহমদ শরীফ স্যার রা খট খট হেটে যেতো ! এখনো সেখানেই অপরাজেয় বাংলা আছে, কলা ভবন আছে, বাংলা বিভাগ আছে। শুধু আমি নেই।সহপাঠিরা নেই।আমাদের কেউ নেই।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন