রবিবার, ১৭ জুলাই, ২০১৬

সেই পথগুলো

সেই বালক বেলায় যে পথগুলো দিয়ে হেটে হেটে স্কুলে যেতাম সেই পথগুলোর কথা মনে পড়ে। ১৯৬৭/৬৮ সালের কথা। নিঝুম পাড়াগা্ঁয়ের এক স্কুলে পড়তাম। পড়নে থাকতো সাদা হাফসার্ট,পায়জামা আর পায়ে স্পন্জের চপ্পল। হাতে থাকতো ক'খান বই খাতা।  বাড়ি থেকে আড়াই মাইল দূরের স্কুল। গ্রামের মেঠো পথ দিয়ে হেটে হেটে স্কুলে যেতাম। কিছু পথ ছিলো ডিস্টিক বোর্ডের কা্ঁচা রাস্তা। বর্ষার কাদামাটি ভেঙ্গে, রোদ,বৃষ্টিতে ভিজে আর ধূলোর পথ পেরিয়ে স্কুলে যেতাম।
বালক বেলার এই পথগুলোর কথাই মনে পড়ে। যদিও এখন সেই পথগুলো বেশীরভাগ পাকা হয়ে গেছে। তারপরেও।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন