মঙ্গলবার, ১৯ জুলাই, ২০১৬

কাঞ্চনজঙ্গা

কাঞ্চনজঙ্গা খুব কাছ হইতে দেখিবো বলে একবার নেপাল গিয়াছিলাম। হিমালয়ের পাদদেশে দাড়াইয়া কাঞ্চনজঙ্গা দেখিবার জন্য উপরের দিকে তাকিয়েছিলাম কিন্তু দেখিতে পারি নাই। আরেকবার দার্জিলিং-এ গিয়াছিলাম, অনেক দূর হইতে পাহাড়ের উপরে দাড়াইয়া ভোরবেলায় দেখিয়াছিলাম শুভ্র তুষারে ঢাকা, কাঞ্চনজঙ্গা।
প্রিয় মানুষেরা যতো দূরেই থাক্ না কেন, তাহাদেরকে আমি দূর হইতেই দেখিতে পাই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন