বুধবার, ২৭ জুলাই, ২০১৬

কোকিল ডাকে

ডঃ সাঈদ উর রহমান স্যার আমাদের মধ্য যুগের বাংলা গীতিকবিতা পড়াতেন। একবার এক ক্লাসে স্যার বিদ্যাপতি পড়াচ্ছিলেন। স্যারের আলোচনায় সেদিন অনেক প্রসঙ্গই উঠে এসেছিল- রাধিকার প্রেমলীলা,কৃষ্ণের বা্ঁশি, শৃঙ্গার রস, প্রকৃতি যেমন বর্ষাকাল, মেঘ গুরুগম্ভির বৃষ্টি, বর্ষায় কোকিল ডাকা ইত্যাদি। আমি দাড়িয়ে স্যারকে প্রশ্ন করেছিলাম- 'স্যার,বর্ষাকালে কি কোকিল ডাকে?' স্যার একটু হচকিত হইলো মনে হয় কিন্তু পরক্ষনেই স্মিতহাস্যে উত্তর দিয়াছিল: 'বৃন্দাবনে ডাকে।'

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন