মঙ্গলবার, ১৯ জুলাই, ২০১৬

নেদু ঘোষ

আমাদের গ্রামের নেদু ঘোষের কথা এখনো মনে পড়ে। খুব সুন্দর দই,ঘোল,ছানা ,সন্দেশ আর ঘি বানাতো। ভোর বেলায় প্রায়ই যেতাম ঘোল কিনতে। নেদু ঘোষের বউ কাঠের টুল এনে বসতে দিতো। তারপর নেদু ঘোষ প্রথমেই এক গ্লাস ঘোল খেতে দিতো, এটির কোনো পয়সা নিতো না। নেদু ঘোষ এবং তার বউ দু'জনই এখন স্বর্গীয়। তাদের ছেলেরা এখনো আছে এবং ব্যবসাটি ধরেৃ রেখেছ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন