বুধবার, ২০ জুলাই, ২০১৬

সিনেমা সেই সময়

আমার প্রথম সিনেমা দেখা ১৯৬৬ সালে। ছবির নাম বেহুলা। ছবিটি দেখেছিলাম সিরাজগঞ্জ শহরে মমতাজ সিনেমা হলে। তারপর সেই সময়ে একে একে দেখেছিলাম এতটুকু আশা, নীল আকাশের নীচে, সাত ভাই চম্পা, আবির্ভাব, অবান্চিত, স্বরলিপি ও জীবন থেকে নেয়া'র মতো চলচ্চিত্রগুলো। ঈদের দিন পা্ঁচ মাইল দূরে পায়ে হেটে সিরাজগঞ্জ শহরে আমরা বাল্য বন্ধুরা সিনেমা দেখতে যেতাম। প্রথমে দেখতাম ম্যাটেনী শো, তারপর ইভেনিং, তারপর নাইট শো। সিনেমা দেখে রাতে রাতেই বাড়ী ফিরে আসতাম।
সেই সময়ের সিনেমাগুলোর কি সুন্দর সুন্দর নাম ছিলো, কখনো আসেনি, সুতরাং, কাগজের নৌকা, ধারাপাত, পীচ ঢালা পথ। গান লিখতো সৈয়দ শামসুল হক, ডঃ মনিরুজ্জামান। জহির রায়হান, আব্দুল জাব্বার, এহতেশাম, সুভাষ দত্ত, খান আতা'র মতো ছিলো বরেণ্য পরিচালকেরা। মিস্টি মিস্টি নায়িকা ছিল,সুমিতা,শবনম,শাবানা,কবরী ছিল। রহমান, আজিম আর রাজ্জাকের মতো নায়ক ছিল।
এখন কী আছে, আর কী হচছে ! খাইছি তরে, পারলে ঠেকাও নামে সিনেমা হচছে। রসগোল্লা মার্কা নায়িকা'রা শরীর দোলাচছে। আলু পটল মার্কা নায়কেরা নাচের নামে লমপ ঝম্প করছে। সিনেমা হল ভেঙ্গে মার্কেট হচ্ছে। সিনেমার সেই সোনালী সময় এ জীবনে আর হয়তো দেখে যেতে পারবো না।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন