মঙ্গলবার, ২৬ জুলাই, ২০১৬

গা্ঁজা ও প্রসাদ

১৯৭৬ সালের শীতের এক সন্ধ্যা রাতের কথা। তখন সবে মাত্র কবি জসিম উদ্দীম হলে উঠেছি। কি মনে করে একাকী  রেসকোর্স ময়দানের ভিতর দিয়ে হেটে হেটে হাইকোর্টের মাজারের দিকে যাচ্ছিলাম।ইচ্ছা হয়েছিল এক পুইরা গা্ঁজা কিনে জট্ ফকিরদের মাঝে বসিয়া তাতে টান দিব।ফকিরদের কাছে এগিয়ে যেতেই দেখলাম, গুরু (নির্মলেন্দু গুণ) সেখানে বসিয়া আছে। আমি আর ওদিকে গেলাম না। আস্তে আস্তে হেটে হেটে সোহরাওয়ার্দী উদ্যানের দক্ষিণ পাশে রমনা কালী মন্দিরের দিকে  যাই। পেটে খিদে ছিলো, ভাবিলাম- মন্দিরে সাধু সন্যাসীদের মাঝে বসিয়া প্রসাদ খাইবো। সামনের দিকে এগিয়ে যেতেই দেখি আরেক গুরু ( মহাদেব সাহা ) সেখানে বসিয়া আছে। সেদিকেও আর এগুলাম না। কি আর করবো ! গা্ঁজায় টান আর প্রসাদ খাওয়া কোনোটাই হলো না। মনের দুঃখে সেদিনের সেই সন্ধ্যায় হলে ফিরিয়া আসিয়াছিলাম।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন