বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০১৬

কুসুমে কুসুমে চরণচিহ্ন দিয়ে যাও

ঘুম ভেঙ্গেই দেখছি সোনালি রোদের সকাল। চোখ মেলেই স্মরণেে আনছি প্রিয় মানুষগুলোর মুখচ্ছবি।বিহবল হয়ে ভাবছি জীবনের সুন্দর মুহূর্তগুলির কথা। যাদের ভালোবাসা আমার চারপাশ ঘিরে রয়েছে।.মেঘগুলো আজ ধূসর ডানা মেলে উড়ে যাচ্ছে। স্বপ্নের পাখিরা নীল প্রতীক্ষায়। ক্লান্ত দুপুর আজ থমকে দাঁড়াবে না বাড়ির উঠোনে। এই স্নিগ্ধ প্রভাতে তুমি এসে 'কুসুমে কুসুমে চরণচিহ্ন দিয়ে যাও'।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন