রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৬

আমার যতো গ্লানি

দিন শেষ হয়ে যায় সন্ধ্যা নেমে আসে। রাতের আঁধার গভীর হতে থাকে। অন্ধকারে পথ চলতে চলতে মনে হয়, একটি উদ্বেগ আক্রা্ন্ত করুণ মুখের কথা, যে মায়াময় চোখের ক্লান্তিতে প্রদীপ জ্বালিয়ে অপেক্ষা করে থাকে আমারই জন্যে।আকাশের দিকে তাকিয়ে দেখি,দূরের তারাগুলো অশ্রু ছল-ছল করছে।চারদিকের আলো মুখরিত মৌন পথ ধরে যেতে যেতে শ্রান্তিতে মনে হয়– আমার নিঃশেষিত জীবনের করুণ মমতায় বে্ধে্ আছে সেই একজন, যাকে দেনমোহরের প্রতিশ্রুতিতে তার জীবনের সমস্ত দায়ভার আমিই কাধে তুলে নিয়েছিলাম। আজ মনে হয় সেই দায়ভার আর আমার কাছে নেই।কখন কোন্ অলক্ষ্যে তা নিয়ে গেছে সেই একজন,যার দায় আমিই নিয়েছিলাম।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন