মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৬

রামগিরির সেই যুবক

 অনেক দিন পর আবারও ক্যাকটাসে মধ্যমা রক্তাক্ত হলো
অর্কিডের নীলাভ আলোয়  চারুলতার বক্ষতল আবারো নীল হলো
কোথায় সেই সুভা কোথায় সেই মহামায়া,নেই কোনো হৈমন্তীবালা
এই শহর এই শহরের আকাশ ট্রয়ের মতো বিধ্ধস্ত মনে হয়
উপত্যাকায় অন্ধকার করা সেই শাল পিয়ালের সবুজ কোথায় হারালো
 সুচিত্রাসেন সুচিত্রাসেন বলে ডেকে ডেকে কণ্ঠ হয়েছিলো একদিন নীলকণঠ

এখনো কোনো পুরোনো পলিমাটির গন্ধে আকুল হয় প্রথম সেইসব যৌবন
এখনো ্স্বপ্ন দ্যাখে এখনো গন্ধে ভাসে বদ্বীপের সেই মৌ মৌ মৌবন
এখনো সন্ধ্যাতারার আড়ালে নিঃশ্ব।স নেয় একাকী কোনো এক লুব্ধক
এখনো আকুল হয়,এখনো যক্ষের মতো বিরহে কা্ঁদে রামগিরির সেই যুবক।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন