মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০১৬

তুমি অমরাবতী

আমি বাল্মিকী নই আমি বিশ্বামিত্রও নই তারপরেও তুমি হয়েছো আমার মেনকা,
এ কোন্ অপ্সরী তুমি- তুমি আমার তপস্যা ভেঙ্গে দিলে ! তোমাকে কি দেখেছিলাম পুষ্করতীর্থে স্নানরত ?
তুমি কি দশ বছর ধরে আমার মগ্ন চৈতন্যে সহবাসে ছিলে ! আমিতো সম্ভোগ চাইনি- চেয়েছি হেম,চেয়েছি অমরত্ব !
তোমাকে বিরহিনী করে দক্ষিন থেকে চলে যাই উত্তরে, হিমাচলে কৌশিকী নদীর তীরে- 
এ কোন্ বিষন্নতা আমার ! কার জন্য তপস্যাা আমার,আমিতো মহর্ষি হতে চাইনা.
কোন্ দেবরাজ আবার তোমাকে পাঠালো রম্ভা রূপে- তুমি এসে এবারও আমার ধ্যান ভেঙ্গে দিলেে !
তুমি ইন্দ্রিয়েও আসলে না,রতিক্রিয়াতে আসলেনা- কার শাপে পাষাণি হলে ! হয়ে গেলে তুমি অমরাবতী।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন