শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৬

আকাশে নীল নেই

প্রিয়তমা, আমি এক দুঃসহবাসে বেঁচে আছি
হৃদয়ের একূলে ভালোবাসা নেই,
হৃদয়ের ওকূলেও ভালোবাসা নেই
যখন নিঃশেষিত সব আবেগের টান, চুম্বনের আশ্লেশও শুকায়েে যায়                                                                                              মায়াহীন চোখের চাহনী,  ধরিত্রীর বিষাদ হেম – এই ভয় ।”
 আমার সন্ততির জন্য আমার যতো ভয় , যতো যন্ত্রণাক্লিষ্ট হওয়া?
প্রিয়তমা, তোমার আকাশে নীল নেই
তোমার বাতাসে নির্মলতা নেই
 তোমার হৃদয় নেই আর পদ্ম কোমল – নেই তাতে আর কস্তরী আভার গন্ধ ?
তোমার হৃদয়ে আর নীল নেই
আকাশের, যাবতীয় সুনীল আজ ধূসর হয়ে গেছে
 নৈঋত থেকে আসা কালো মেঘে সব নিলীমা আজ ঢেকে গেছে।”

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন