রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০১৬

অসংখ্য শব

অসংখ লাশ আর লাশের গন্ধের মধ্যেই জন্ম আমার 
এই জন্মের অথবা আগমনের উপরে কোন নিয়ন্ত্রন ছিল না আমার, 
প্রজন্মান্তরের এক শিকল আর আমারই ইতিহাসের শিকার আমি, 
পূর্বপুরুষ দের জীবন থেকে বিরতিহীন। 
আমার পরের বা তার ও পরের প্রজন্মের শিশুরা, ওদেরও মুক্তি নেই। 
অল্পকিছুদিন পরেই, ঠিক আমার মতই তাদেরকে বুঝতে হবে, ঠিক আমি যেমন উদগ্রীব হয়ে বুঝে নিতে বাধ্য হয়েছিলাম, 
শব, অসংখ্য শব কাঁধে নিয়ে জন্ম তাদের।

( একটি প্যালেসটাইনের কবিতার ভাবানুবাদ )

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন