বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৬

প্রিয় পাখির জন্য

আমার মেয়ে  খাচায় দুটো পাখি লালন করে। ছোটো টিয়ে পাখির মতো দেখতে। মেয়েকে বলেছিলাম, এই পাখি গুলোর নাম কি? মেয়ে বলেছিলো- বাংলা নাম জানিনা, ইরেজীতে ওদের 'বাজিজ' ডাকে। একদিন দুপুরবেলা মুসুলধারে বৃ্ষ্টি হচছে, মেয়ে তখন ইউনিভার্সিটি ক্লাসে। আমার মুঠোফোনে ওর ফোন আসে। মেয়ে বললো: বাবা,বৃষ্টি হচ্ছে খুব। আমার পাখিগুলো বারান্দায়।ভিজে যাবে,তুমি ভিতরে এনে রাখো।' আর একদিন- সেদিন ছিলো মেয়ের জন্মদিন,আমি ওকে বললাম: মা, আজ তো তোমার জন্মদিন, চলো,দিয়াবাড়ির কাশবনে পাখি দুটোকে খা্ঁচা থেকে মুক্ত করে দিয়ে আসি' মেয়ে রাজি হয়নি।একটু আগে দুটো পাখির একটি পাখি মারা গেছে। যেয়ে দেখি: মৃত পাখিটিকে  হাত বুলিয়ে মেয়ে অঝোর ধারায় কা্ঁদছে। ওকে বোঝালাম- মা,পাখি মারা গিয়েছে তাই কি হয়েছে, পৃথিবীতে কতো মানুষ কতো প্রিয়জন মারা যাচ্ছে,এতো সামান্য একটি পাখি।' তারপরেও মেয়ের কান্না থামছেনা।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন