বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০১৬

জগতে আনন্দযজ্ঞে


প্রিয় প্রধানমন্ত্রী,আপনি অনেক সাফল্যের পালকের গা্ঁথা জয়মুকুট পড়ে ফিরে আসবেন এ দেশে।আমরা এ জন্য গর্বিত ও আনন্দিত। পুরো জাতীর পক্ষ থেকে যদি কয়েকজন শিশুুু বিমান বন্দরে আপনাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানাতো তাহলে খুশী হতাম।কিন্তু তা না করে,করা হচছে-'জগতে আনন্দযজ্ঞে মহা আয়োজন'।পুরো বিমান বন্দর থেকে গণভবন পর্যন্ত আপনার আগমনের দিন রাস্তা বন্ধ করে লক্ষ মানুষের সমাগম ঘটানোর আয়োজন হচ্ছে।প্রিয় প্রধানমন্ত্রী, এ জন্য আপনার প্রিয় নাগরিকদের কি ভোগান্তি ও কষ্ট হবে তা কি একবার ভেবে দেখেছেন ? পথের উপরে হাজার হাজার গাড়ির যানজট তৈরী হবে।এ যানজট চন্দ্রা মৌচাক ছাড়িয়ে যমুনাপাড়ে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত চলে যাবে। মানুষের জীবন থেমে যাবে রাস্তার উপর। মুমূর্ষ রোগীবাহিত এ্যাম্বুলেন্সগুলি করুণসুরে ভে্ঁপু বাজাতে বাজাতে বন্ধ হয়ে যাবে।রুগীদের আহাজারিতে আকাশ বাতাস ভারি হয়ে উঠবে। প্রিয় প্রধানমন্ত্রী, আপনিই পারেন মানুষের দুর্ভোগ লাঘব করতে,আপনিই পরেন,আপনার আগমনের দিন.এ 'আনন্দযজ্ঞের মহা আয়োজন' থামাতে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন