রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৬

আমার শোর্য আমার বীর্য

এই যে পৃথিবী,এই যে গ্রহ নক্ষত্র,চন্দ্র সূর্য তারা,এই যে এর দিন রাত্রি
এই যে জ্যোতির্ময় জগৎ,সবকিছুতেই বিলীন হতে দেখি জীবন
নক্ষত্রেরা পুড়ে ছাই হয়,চন্দ্রগহণে পৃথিবী অ্ন্ধকার হয়, দিন হারিয়ে যায় রাতের গভীরে
পাহাড় পর্বত গিরি নদী সাগরও অবিনশ্বরতা পায়নি
আমার জীবন আমার প্রেম,আমার শোর্য আমার বীর্য আমার তেজ আমার গ্লানি
জ্যোতি ছড়াতে পারেনি,আলোকিত করতে পারেনি অন্য জীবনকে
মহাকালের অতলে আমি লীন হয়ে গেছি
আমাকে আর আকাশের দিকে তাকিয়ে থাকতে হয়না
আমি এখন অন্য জীব ,,পাখি চিল সরীসৃপ কিংবা পানকৌড়র মতো অন্য কোনো কিছু।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন