রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৬

সে ছিলো প্রথম নদী

সে ছিলো প্রথম জীবনে লেখা একটি কবিতা
কি ছিলো সেখানে উপমা উৎপ্রেক্ষা ?
কোন ছন্দে লেখা হয়েছিলো কবিতার শরীরখানি ?
কবিতাটি ছিলো একটি নদী-
উদ্দাম তরঙ্গমালা, পাহাড়, টিলার বুকচিরে  জলপ্রপাত
প্রথম স্রোতধারা,প্রথম বিমুগ্ধ নিম্নচাপ
ফেনায়িত শভ্র আভা,প্রথম সঙ্গম স্থলের দিকে অভিযাত্রা
নদীর বা্ঁকে বা্ঁকে বু্ঁনো হাসের জল মগ্নতা
সে ছিলো পথম দু'পাড়ে ভাঙ্গন, নোঙ্গর ফেলা ছিলো অতল তলে
নদীর শরীর ছিলো ব্যঞ্জনবর্ণ,অনুপ্রাস ছিলো স্বরধ্বনির
সে ছিলো প্রথম নদী,সে ছিলো প্রথম সা্ঁতার কাটা
প্রথম কোনো শিহরণ,প্রথম জলে ভাসতে থাকা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন