বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০১৬

চার পর্যায়ে জীবন

 চার পর্যায় মানুষের জীবন । ১.জন্ম থেকে মৃত্য সন্ধিক্ষণ পূর্ব : মানুষের এই সময়টুকু হচ্ছে মায়াময়।পৃথিবীর সব রূপ রস সুধা সে ভোগ করে। ২. মৃত্যু সন্ধিক্ষণ: এ সময়টুকুতে মানুষ জীবনেও থাকেনা,মরনেও থাকেনা। সে কোনো কথা বলতে পারেনা। তার কাছে যারা বসে থাকে,তাদেরকেই কেবল সে দেখতে পায়। ৩. মৃত শরীর: আত্মাহীন দেহ পৃথিবীতে যতোক্ষণ থাকে। চির নিদ্রার মতো এ জীবন। যে নিদ্রা কোনো দিন ভাঙ্গবে না। কবর দেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত প্রিয়জনেরা তার নিথর দেহ দেখতে পারে। ৪.কবর জীবন: স্পন্দনহীন মৃত দেহটি মাটির নীচে কবর দেয়া হয়। ধরায় তার আর কোনো অস্তিত্ত থাকেনা। তাকে আর কেউ দেখতে পায়না। কবরের মাটির সাথে তার দেহ মিশে যায় ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন