বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৬

শূণ্য মন্দির মোর

বিলাসকুঞ্জের দিকে চেয়ে কেমন করে কাটবে জীবন ? আর কার সাথে সন্ধ্যা নিলবাহিত যমুনাতীরে হাত-ধরাধরি করে ঘুরে বেড়াবে নীলাম্বরতলে ?

কার জন্য প্রত্যুষে উঠে পুষ্পকুঞ্জে ফুল কুড়াবে?
কার শ্রীমুখ অলকা-তিলকা দিয়ে সাজাবে?
চন্দন ঘষে কপালে বিন্দু এ্ঁকে দিবে?
কার জন্য ফল-ফুলের নৈবেদ্য তৈরী করবে?
কার জন্য সদ্যবিকশিত শতদলের প্রতিটি দল নিয়ে সযত্নে পুষ্পশয্যা তৈরী করবে?

মিলনপর্ব শেষ হয়ে গিয়েছে। মন্দির খালি হয়ে গিয়েছে—।সে চলে গিয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন