শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৬

ধরিত্রীর সৌ্ন্দর্য সুধা

দেখতে দেখতে জীবনটার আয়ু ফুড়িয়ে গেল।এতো চিৎকার করে এই পূথিবীতে এসেছিলাম আর সেই পৃথিবীটাকেই ভালো করে দেখা হলো না।জীবনে কিছুই হতে পারিনি কিন্তু জীবনটা শুধু শুধু ব্যস্ততায় কেটে গেছে। এখন জীবন যতোটুকু আছে সেটুকুতে এই সংসারে আর থাকতে চাইনা।সংসার বিবাগী হতে মন চায়।ভরা পূর্নিমা রাতে জ্যোৎস্না তলায় হেটে হেটে ঘর হতে বেড়িয়ে পড়তে ই্চছা করে। কোথায় পৃথিবীর রূপ আছে, কোথায় গেলে দেখতে পাবো ধরিত্রীর সৌ্ন্দর্য সুধা।আমি পৃথিবী দেখার জন্য পরিব্রাজক হতে চাই।আমাকে তোমরা কেউই পিছন থেকে ডাক দিবে না।আমার যে সময় নেই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন