সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৬

আমার ধর্ম দর্শন

আমি ধর্ম নিয়ে কারো সাথে কোনো তর্ক করিনা।রাস্তা ঘাটে বাসে ট্রেনে চা র দোকানে কেউ যদি ধর্ম নিয়ে আলাপ আলোচনা করে সেখানে আমি involve হইনা। ইন্টারনেটেও তাই। ধর্ম বিষয়ক কোনো পোস্টে like দেই না কিংবা কোনো comments লিখিনা।
আমি ধর্ম ব্যাপারে খুবই অজ্ঞ মানুষ।ছোটবেলায় মা কোরান শরীফ পড়া পর্যন্ত শিখিয়েছিলো।চর্চা না থাকাতে ভুলে গেছি অনেকটা।জের জবর পেশ উচ্চারণ করে করে পড়তে হয়। ১০/১২টি সূরা মখস্থ আছে।তাই দিয়ে নিয়মিত নামাজ পড়ার চেস্টা করি।কালেমা গুলোও জানা আছে।এই পর্য্তই আমার ধর্মবিদ্যা।পাপ পুণ্য যাই করি,ধর্মের প্রতি বিশ্বাস আছে।আল্লাহর প্রতি আস্থা আছে। রসুল পয়গম্বরদের জীবনদর্শন অনসরণ করার চেস্ট করি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন