বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০১৬

'আল্লাহ আকবার'

নামাজ পড়ার সময় 'আল্লাহ আকবার' এই তাকবির পূণঃ পূণঃ এসে যায়। তাছাড়া আযান ও একামতে তো আছেই।
আল্লাহু আকবার, আল্লাহ মহান- তিঁনি সব কিছু থেকে মহান।মুয়াজ্জিন যখন আযানে বলেন “আল্লাহু আকবার” মানে Allah in Greater then what you are busy with, so now stop whatever you’re doing and go to pray.তাই আমরা যখন বলি আল্লাহু আকবার, এর মানে আল্লাহ সব কিছু থেকে মহান। 
আমাদের গ্রামের মক্তবের মরহম আবুল হুুজুর সাহেব আমাদের নামাজ পড়া শিখানোর সময় বলেছিলো-তুমি যখন 'আল্লাহ আকবার বলিয়া সিজদাহ্ এ যাইবে তখন তোমার কপাল থাকিবে জমিনে,আর তোমার সমূখে থাকিবে পবিত্র কা'বা শরীফ। তখন তুমি উচ্চারণ করিবে- সোবহানা রাব্বিউল আলা।'
জীবন থেকে জীবনান্তরে “আল্লাহু আকবার” ধ্বনিটা আমাদের মন ও মননকে মহত্তম করে রেখেছে।

অথচ “আল্লাহু আকবার” বলে যারা মানুষ জবাই করে এই পবিত্র বানী'টিকে ভীতিকর ও অপবিত্র করে ফেলেছে,আমি তাদের ঘৃণা করি এবং ধিক্কার দেই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন