মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৬

পরাণের গহীন ভিতরে তুমি নেই


'আমি বাংলার আলপথ দিয়ে, হাজার বছর চলি।
চলি পলিমাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে।
তেরশত নদী শুধায় আমাকে, কোথা থেকে তুমি এলে ?
আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে
আমি তো এসেছি সওদাগরের ডিঙার বহর থেকে।
আমি তো এসেছি কৈবর্তের বিদ্রোহী গ্রাম থেকে।'

আমাদের পরাণের গহীন ভিতর রক্তাক্ত করে দিয়ে তুমি চলে গেলে সৈয়দ হক।
দুঃখের তিমিরে যদি জ্বলে তব মঙ্গল-আলোক,
তবে তাই হোক।মৃত্যু যদি কাছে আনে তোমার অমৃতময় লোক ,তবে তাই হোক।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন