শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৬

শান্তি কোথায় আছে

যখন মন ভালো লাগেনা তখন কোনো কিছুই ভালো লাগে না।প্রিয় রবীন্দ্র সঙ্গীত বাজিয়ে শুনি,ভালো লাগেনা।কালবেলা,কালপুরষ,উত্তারাধীকার পড়ি,মন ভালো হয়না। হুমায়ুন,মিলন,হিমু,শুভ্র,নুরজাহানদের কাছে যাই,তাও ভালো লাগেনা।পথের পা্ঁচালী,তিতাস,কাঞ্চনজজ্ঞা দেখলেও মন ভালো হয়না।
আমার কেবলই দুপুরের রোদ্রে হাটতে ইচ্ছা করে।পার্কে বেঞ্চে বসে একাকী সিগারেট খেতে ই্চ্ছা করে।বাউলের দোতারা শুনতে ইচ্ছা করে।গত সোমবার থেকে ঠাকুরবাড়ীর জারুল বনের কথা মনে পড়ছে খালি। ছোটবেলায় সেখানে ঝরা পাতা ঝরতে দেখেছিলাম।
মানুষ মদ, গা্ঁজা, ভাং খায়।নর্তকীর নাচ দেখে।বেশ্যাদের কাছে যায়।আমিতো পতিত নই যে পতিতালয়ে যাবো।
আমি হেম করবীর ছায়াতলে একাকী ঘুরে বেড়াই।কোথায় কোন্ প্রান্তরে অপেক্ষায় আছে মায়াময়ী দুটি চোখ। আমি সে চোখে খু্ঁজে বেড়াই একদন্ড শান্তি। ঈশ্বরই জানে,আমার শান্তি কোথায় আছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন