রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০১৬

আমাদের 'উত্তরদা'

এ, টি, এম হাই নামে চিনতো না কেউ তাকে । চিনতো উত্তরদা নামে। চোখের দেখা দিতো না সে কাউকে। এই অদৃশ্য মানুষটিই ছিলো চিত্রালীর পাঠকদের আত্মার আত্মীয় । চিত্রালীতে -'আপনাদের চিঠি পেলাম' নামে একটি বিভাগ ছিলো। পাঠকরা যে কোন বিষয় নিয়ে লিখতে পারতো সেখানে, আর এগুলোর উত্তর দিতেন একজনই-,নাম তার "উত্তরদা"।আমি 'চিপাচস' করতাম।সেই সুবাদে প্রায়ই চিত্রালী অফিসে যাওয়া হতো আমার।কিন্তু উত্তরদা"র দেখা পেতাম না কখনো । তাকে প্রথম দেখেছিলাম -ধানমন্ডিতে সোভিয়েত কালচারাল সেন্টারে।সক্রেটিসের মতো চেহারার এক মানুষ ! সুন্দর ছিল তার কথাবার্তা। দরদ ছিল তার আচড়নে। তারপর তার সংস্পর্শে আসা। তারই ঐকান্তিক অনুপ্রেরণায় গড়ে উঠছিলো আমাদের "চিপাচস"।তিনি ছিলেন আমাদের গুরু। আজ তার ১৫তম মৃত্যু বা্র্ষিকী।আজকের এই দিনে আমাদের এই গুরুকে জানাই হাজার সালাম ও শ্রদ্ধাঞ্জলি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন