বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৬

চলে গেছি অনন্তলোক

শ্লেশে নয় আশ্লেশেও নয়
আমাদের ভালোবাসা উত্তাল ছিলো রাঙ্গা বসন্তের যৌবনে
শেষেও নয় অশেষেও নয়
আমাদের ভালোবাসা মগ্ন ছিলো শিমুল কৃষ্ণচূড়ার মৌবনে।
অরন্যেও নয় জনারণ্যেও নয়
আমরা ছিলাম চিত্রা নদীর পাড়ে
মনেও নয় নয়নেও নয়
আমাদের প্রেম মিশে গিয়েছিলো অলকানন্দার ঝারে।
স্বপ্নলোকে নয় আনন্দলোকেও নয়
আমাদের প্রেম দেখেছে বিশ্বলোক
স্বেদেও নয় বিচ্ছেদেও নয়                                                                                                                            আমরাতো চলে গেছি অনন্তলোক।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন