সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৬

ক্লান্তি আমায় ক্ষমা করো প্রভু

জীবনের পিছনের চলার পথ গুলোর দিকে আর ফিরে তাকাতে পারিনা।কোথা' থেকে যে জীবন শুরু হয়েছিলো,আর ,কোথায় পড়ে আছে সেই শুরুর বিন্দু।পায়ের দাগ গুলোও পথের ধূলায় মিলিয়ে গেছে।এই ছায়া সুনিবীর দেশটাতে জন্ম হলো।এ মাটির গন্ধে ভরে গেল মন। এই মাটিতেই শিকড় ছড়ালাম।এই মাটিতেই সংসার হলো।ঘরবাড়ি বৃক্ষ সন্তান এই মাটিতেই।জীবনের সেই শুরু থেকে অনেকদূর চলে এসেছি।পিছনের সবই কেমন যেনো বিস্মৃত হয়ে গেছে।  কতোটুকুই বা পথ চলতে পারবো ? পথের শেষ প্রান্তে কি চলে এসেছি ? পা ষে আর চলছেনা। জীবন থেমে যাচ্ছে।এ কেমন ক্লান্তি আমার!! হায় 'ক্লান্তি আমায় ক্ষমা করো প্রভু।'

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন