বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০১৬

ভালোবাসার পৃথিবী

মানুষ একটা সময়ে স্নিগ্ধ কোমল স্বভাবের হয়ে যায়। সেকি তখন দূরাগত পরপারে্র ডাক শুনতে পায়।এই কারণে ? নাকি কিছু সময় আসে শুধু ভালোবাসবার।পৃথিবীর ধূলো বালি মাটি খরকুটোও তখন প্রিয় হয়ে ওঠে।
কোনো মৃত্যু চেতনা থেকে নয়, মৃত্যু ভয় থেকেও নয়, একটা সময় মানুষ ভালোবাসে চিরদিনের নীল আকাশকে,স্ব্প্ন দেখানো মানুষকে,নদী সাগর জনারণ্যকে।
আমি কি সেই রকম কোনো সময়কাল অতিক্রম করছি ? নিজকে কেমন যেনো কাঙ্গাল লাগে। সবাইকে ভালোবাসতে ই্চ্ছা করে।সবার কাছ থেকে ভালোবাসা পেতে ইচ্ছা করে।আর,পৃথিবীটাকেও কেমন যেনো স্বর্গীয় মনে হয় !


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন