রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০১৬

রাতের শব্দ

 গভীর রাতে ঘুম ভেঙ্গে গেলে চোখ দুটো না খুলেই অন্ধকারের গায়ে কান পেতে থাকি, নিস্তব্ধ রাতের ভিতরে কোনো একটা উৎস থেকে পায়ের শব্দ ভেসে আসতো। প্রথম প্রথম হৃৎপিন্ডের শব্দ ভেবে ভুল করতাম; পরে বুঝেছি, ওটা আসলে রাতের শব্দ। আবার কোনো  কোনো রাতে অশ্বের পায়ের  মতো খট খট শব্দ শুনতে পেতাম। একদিন দরজা খুলে দেখি ,অশ্ব উঠোনে দাড়িয়ে আছে ,কিন্তু কোনো আরোহি নেই।আর একদিন আমি নিজেই রাতের গভীরে অশ্বারোহী হয়ে যাই।নিঝুুম নৈঃশব্দ ভেঙ্গে তেপান্তরের দিকে ছুটতে থাকি।দেখতাম সেখানে কেবলই শূণ্য মাঠ খাঁ খা্ঁ করছে।জনমানবহীন,কারো পায়ের শব্দ নেই।তারপর দেখি সবই ভ্রম ছিলো। রাতের শব্দরাই  আমার চারপাশে জেগে আছেং। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন