বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৬

তারপর হিমঘরে

ইদানিং প্রায় কোনো না কোনো স্বাস্থ্য সমস্যা লেগেই আছে।ঔষধ খাই ভালো হয়ে যাই।আবার সমস্যা হয় ,আবার ঔষধ খাই ভালো হয়ে যাই। এই ভালো থাকি,এই মন্দ থাকি।এইভাবেই জীবন চলে যাচ্ছে।এইভাবেই বে্ঁচে থাকবো হয়তো আরো ক'টা বছর । মানুষের জীবনে কখনো কখনো দূর্ভাগা সময় আসে, তখন কোনো ঔষধই আর কার্যকর হয় না।তখন তাকে হাসপাতালে নিয়ে যায়। স্যালাইন আর অক্সিজেনে দিয়ে রাখে । জীবন প্রাণ শুকায়ে যায় । আইসিইউ-তে ভর্তি করে।লাইফ সাপোর্ট লাগায় । তারপর কোমায় চলে যায় ।পৃথিবীর সমস্ত চিকিৎসা শাস্ত্র একসময় ব্যর্থ হয়ে যায়।তারপর লাইফ সাপোর্ট খুলে ফেলে।তারপর হিমঘরে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন