বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৬

সাদা গোলাপের দেশে

অনেক বছর আগে  একটা লেখা পড়েছিলাম।কাহিনী পুরাটা মনে নেই।কে কখন কোথায় লিখেছিলো তাও জানা নেই।যতোটুকু মনে আছে তাই লিখছি আমার মতো করে -

এক রাজ্যে চারিদিকে কেবলই সাদা গোলাপের সমারোহ।সারা প্রান্তরময় শুধু সাদা গোলাপ আর সাদা গোলাপ।কোথাও কোনো অন্য রঙ্গের গোলাপ নেই।এই সাদা গোলাপের ঝারে একজোড়া টোনা টুনি বাস করতো।ওদের গায়ের পালকগুলোও ছিলো সাদা।একদিন টুনি টোনার কাছে একটি লাল গোলাপ আবদার করে । টোনা মহা চিন্তায় পড়ে যায়।এই সাদা গোলাপের দেশে কোথায় পাবে সে লাল গোলাপ ? তবুও সে লাল গোলাপ আনার জন্য বাসা থেকে বের হয়ে যায়।সকাল গড়িয়ে দুপুর হয়,দুপুর গড়িয়ে বিকেল হয়ে যায়, টোনা আর আসে না। টুনি খুব চিন্তায় পড়ে যায়।এবং টোনার খো্ঁজে বের হয়ে পড়ে।অনেক খু্ঁজতে খু্ঁজতে টুনি সাদা গোলাপের প্রান্তরের এক জায়গায় একটি লাল গোলাপ দেখতে পায়। টুনি ভাবে এই লাল গোলাপের কাছেই হয়তো তার টোনা আছে।টুনি আস্তে আস্তে লাল গোলাপটির দিকে এগিয়ে যায়।কাছে যেয়ে টুনি দেখতে পায় - গোলাপের কাটায় বিদ্ধ হয়ে টোনা মরে পড়ে আছে।তার শরীরের সমস্ত সাদা পালকগুলো রক্তে ভিজে লাল গোলাপ হয়ে ফুটে আছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন