বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৬

কি নাম ছিলো মেয়েটার

সেই গা্ঁয়ের বালিকাটির কথা মনে পড়ে। কি ছিলো ওর নাম। নামটাও দেখছি ভুলে গেছি। কি মিষ্টি ছিল ঠোঁটের গড়ন। যেনো সৃষ্টি সুখের উল্লাসে। তীব্র চাহনি ছিল, দৃষ্টিসুখ ছিলো।কার যেন অন্তর কা্ঁপাতো । কি নাম ছিলো মেয়েটার ? কলাপাতায় প্রেমপত্র লিখিছি।চিঠি ছিঁড়ে ছিলাম অবলীলায়? প্রেমপত্রও ছিঁড়েছি, ছিছি।  গোল্লাছুট খেলতাম। ছো্ঁয়াছুয়ির  খেলা খেলতাম।কি নিষ্ঠুর খেলাধূলা ছিল, তখন। পাপ হয়েছিল নিশ্‌চয়। গান গেয়েছিলোো সন্ধ্যা পূজায়।কি নামে ওকে যেনো ডাকতাম। ধূপের সুবাসেও সেই নামটি মনে করতে পারছিনা।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন