বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৬

দাও দাও দাও

'প্রেমের জোয়ারে ভাসাবে দোঁহারে-- বাঁধন খুলে দাও, দাও দাও দাও।
ভুলিব ভাবনা, পিছনে চাব না,-- পাল তুলে দাও, দাও দাও দাও।
প্রবল পবনে তরঙ্গ তুলিল, হৃদয় দুলিল, দুলিল দুলিল--
পাগল হে নাবিক, ভুলাও দিগ্‌বিদিক,-- পাল তুলে দাও, দাও দাও দাও॥'

আজ সকালে তারা বাংলায় রবি ঠাকুরের এই গানটি একটি মেয়ে গাচ্ছিলো। শিল্পীকে আমি চিনিনা,নামও জানিনা। দরাজ দিল কণ্ঠ তার।এই গান শুনে আজকের সকালটা আমার মনোরম হয়ে উঠলো।মনে হইলো আমারও হৃদয় খুলিয়া গেলো।মনের গাঙে নৌকা পাল তুলিলো।আমার সকল কর্মের শুরুটা থামিয়া গেলো।গানটি গাওয়া শেষ হয়ে গিয়েছে।কিন্তু সুরের সেই অনুরণন আমার কানে কানে,আমার প্রাণে প্রাণে এখনো রয়ে গেছে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন