বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৬

কোনো এক সন্ধ্যায়

 কোনো এক অন্ধকারের সন্ধ্যায়  ছুটে চলেছিলাম এই নগরীর পথ ছেড়ে এক অনির্দিষ্টের পথে।অতীত আর অনাগত ভবিষ্যত কেমন যেন ডেকে চলেছিল আমাকে। আমি ছিলাম ঘর আর পথের মাঝে ভাসমান প্রবাহে। ফিরে গিয়েছিলাম আমার সুবর্ন গ্রামে,যমুনার তীরে আমার  কৈশরে। যেখানে নস্টালজিক  থমকে দাড়িয়ে আছে । যেখানে দীর্ঘশ্বাস ঝরে পড়ে নদীর মোহনায়। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন