সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০১৬

রূপান্তরের কবিতা


( আনুমানিক খ্রিস্ট পূর্ব ষষ্ঠ শতাব্দীতে গ্রিসের লেসবস দ্বীপে জন্মগ্রহণ করেছিলেন স্যাফো। এই মহিলা কবির লেখার প্রতিটি পরতে পরতে নারী শরীরের বন্দনা ছিলো।শরীর-শরীর সম্পর্ক থেকে উত্তীর্ণতার একটা আকুতি ছিলো, স্বপ্নদর্শী বলে একটু বাড়িয়ে নিতো কল্পনাটা -- তাঁরা প্রেমে কাতরাতো শরীরে শরীরে। যে আকুতি,যে স্বপ্নসম্ভাবনা উথলে ওঠে সবার মধ্যে। স্যাফো মনে করতেন-পুরুষের জয়াকাঙ্খা, পুরুষের আগ্রাসী মনোভাব, পুরুষের যুদ্ধ সম্ভাবনা হিংস্রের হয়, সেই পুরুষত্বকেও সে নাকচ করে। স্যাফো'র ভাবনা,রমণী কর্তৃক রমণ ও শরীরের যৌনচিহ্ন পুরুষের মতোই আনন্দময় ।)
যে চুম্বন নয় শুধু
ঠোঁটে ঠোঁট মেশা-
যে আশ্লেষ নয় শুধু
স্তনস্পর্শে স্তনের আকুল ফুটে ওঠা-
যে সঙ্গম নয় শুধু
যোনিতে যোনিতে ডুবে যাওয়া-
যে শীৎকার নয় শুধু
শৃঙ্গজয় সেরে নিচে নামা-
অথচ এসবও থাকে।
এসবের ছলে
বিশ্বাস গচ্ছিত থাকে,
ঐ ঠোঁটে
ঐ যোনিমূলে
স্তনপুষ্পে,
নিহিত শীৎকারে।।
( প্রায় দেড় হাজার বছর আগের স্যাফো'র একটি কবিতা থেকে অনুদিত )

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন