মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০১৬

অসভ্যচারিতা

একদম নিরব সুনসান মুহূর্ত,কোথাও কোনো শব্দ নেই।
রাত তখন নিঃশব্দ নিঃস্তব্ধ।
মুঠো ফোন বেজে ওঠে,একটাই কল,তারপর  চুপচাপ ।
 পাশে শুয়ে থাকা মেয়েটার ঘূম ভেঙ্গে যায়।  
সুদূরে কোনো স্বপ্নের কুকুর ক্ষীণ ঘেউ ঘেউ করছে।
 অসভ্য কথাগুলো আর বলা হলো না।
স্বপ্নে কাকে বলেছিলাম,স্পর্শ করো
স্পর্শ করলে শব্দ হয়,কিন্তু তাও হলো না।
 নিঃশব্দে ঝুল বারা্ন্দায় যেয়ে বসে থাকি
চা্ঁদ তখন অস্তিত্বহীন,চলছিলো গ্রহণকাল
ক্রীং ক্রীং বাজলো না আর,কোনো অসভ্যচারিতাও নেই ,
নিশাচর পাখি ডানা ঝাপটে উড়ে যায়
তারপর স্বপ্নহীন মেয়েটার পাশে এসে শুয়ে পড়ি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন