শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০১৬

এই পথ যেনো শেষ না হয়

আমি নিরন্তর পথ চলছি।এ চলার যেন শেষ নেই।কাশবনের ছায়া দিয়ে,,পলাশ ডাঙ্গার মাঠ মাড়িয়ে,পদ্মফুলের গাং পেরিয়ে. যে পথ  চলে গেছে সামনে, সেই পথ দিয়ে আমি দেশ গা্ঁ ছাড়িয়ে চলে গেছি বহূদর ! আমি একাই পথ চলেছি।পথ চলবে বলে যারা আমার সাথী হয়েছিলো,তারা মাঝ পথ থেকেই আমাকে ফেলে চলে যায়।
তারপর কখন কোন্ স্বর্নালী প্রভাত বেলায় তুমি আমার পথের প্রান্তে এসে সাথী হলে।
তারপর থেকে তোমাকেই নিয়েই পথ চলছি, আর এই পথ চলা যেনো কোনো দিন শেষ না হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন