সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৬

মন দুলছে অকারণ হাসিতে

গত বসন্তেই গাছের পাতাগুলো ঝরে গেছে।ফুলগুলোও ঝরে গেছে তারও আগে।
তারপর গ্রীষ্ম বর্ষায় কোথাও ফুল ফোটেনি।আজ সন্ধ্যায় জানালা খুলে দেখলাম, আঙ্গিনায় হাস্নাহেনা ফুলগুলো সব ফুটে আছে। মৃদুমন্দ বাতাস বইছে।দখিনের জানালা দিয়ে ঘরে সুবাস চলে আসছে ।
তুমিও গন্ধে আকুল হলে।হঠাৎ মন তোমার দুলে উঠলো। হাতের চূড়ি রিনঝিন করে উঠলো। পায়ের নুপুর বেজে উঠলো।আকাশেও চা্ঁদ উঠেছে।বাইরেও জ্যোৎস্নার বান ডেকেছে।তোমার হৃদয় ব্যকুল হচ্ছে। মন যেন দুলছে অকারণ হাসিতে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন