শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৬

শৈশবের কাছে হেঁটে চলে যাবো

আমি শৈশবের কাছে হেঁটে চলে যেতে চাই। যেথায় কাশবনে হাসে শরতের রোদ্রের আকাশ।।যেথায় যমুনার পাড় ধরে হাঁটবো, আর হাঁটতে থাকবো যতক্ষণ না রমণীদের এলো চুলের মত সন্ধ্যা নেমে না আসে। পাড়ে ফুটে থাকা ফুলে আর সন্ধ্যা প্রান্তরে শুনবো ঝি্ঁঝি্ঁ পোকাদের গান। রাতের মধ্য প্রহরে খু্ঁজবো দূর আকাশে লুব্ধক, স্বাতি, কালপুরুষ। আমি আমার ছোটবোনের বেনী বা্ঁধা চুলের সুবাস নিতে চাই।শুনতে চাই বাবার পু্ঁথি পাঠ ।আর মা'র আচ্ঁলতলায় বসে শীতল হতে চাই সেই দখিনা বাতাসে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন