শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৬

তবে তাই হোক

শরৎ সন্ধ্যায় আজ রং ছিলো
তোমার মনে আজ ঢং ছিলো
পরনে লাল শাড়ি ছিলো
তোমার সাথে আরি ছিলো
শরীরটাতে নদীর বা্ঁক ছিলো
পরান তোমাকে ডাকছিলো
রাতের মধ্যে স্বপ্ন আছে
বুকের তলায় রত্ন আছে
রূপবতীর রূপ আছে
স্বপ্নলোকে আলো আছে
শরৎ রাতে বাজছে গান 
লীলাবতীর হাসছে প্রাণ
রাতের রংএ রাঙ্গিলো এক রাধা
কৃষ্ণের প্রেমে থাকলো না বাধা
স্পর্শে কা্ঁপলো তার দেহলোক
চাই অমৃতভোগ, তবে তাই হোক।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন