রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০১৬

কেউ অপেক্ষায় নেই

 কবি হতে চেয়েছি রাত্রিদিন। দুহাতে পায়রা উড়িয়েছি। অকাতরে প্রেম নিয়েছি । বড়ো করে চুল রেখেছি। আতেল মনে করেছি নিজকে। লেখার টেবিলে  কেটেছে সারাবেলা, চেতনায় দিয়েছি শান। রাজকুমারের মতো হেঁটে গেছি সহস্র দৃষ্টির সামনে দিয়ে। অপাপবিদ্ধতা নয়,একধরণের ভান ছিল,কারোর দিকে ফিরে না তাকানো। আজ দূর,বহুদূর হেঁটে এসে দেখি কেউ আমাকে অনুসরণ করেনি। দেখি শূণ্যতা চারদিক,দেখি কেউ আমার জন্য অপেক্ষায় নেই ।  



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন