শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৬

No Man's Land

এই যে পৃথিবী,এর মানুষ,নদী,সাগর,ভালোবাসা সমস্ততেই ফাঁকি।সবই যেনো শূন্যতায় ভরা। শূন্য ছাড়া কোনও উত্তর নেই। সম্ভাবনা নেই। আলো নেই- জন নেই কেবল খাঁ খাঁ করে গ্রাস করতে ছুটে আসে অন্ধকার। নিজেকে খুঁজে নেবার মতো লোকারণ্য নেই, পথ নেই, শহর-গ্রাম কিছু নেই। কানের কাছে ফিসফিসিয়ে বাতাস যেন বলে যায় ‘You have your way. I have my way. As for the right way, the correct way, and the only way, it does not exist.’ জন্ম থেকে আজ পর্যন্ত অসংখ্য ডেডলাইন পেরিয়ে এখন 'No Man's Land'-এ হতবিহ্বল আমি ঠায় দাঁড়িয়ে আছি। যেখানে এসে আর বলতে ইচ্ছে হয়না, ‘শোনো, একবার ফিরে এসো, হাত ধরে নিয়ে যাও আমায় সেই রূপকথার দেশে, ঘুমিয়ে যাওয়ার আগ পর্যন্ত একটু ছুঁয়ে থাকো’। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন