বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৬

মন ভালো মন খারাপ

কারণে অকারনে প্রায়ই মনখারাপ হয়। আর কেন যে এতো মন খারাপ হয় তা আমি নিজেও জানিনা।এই অহেতুক মনখারাপগুলো কষ্টই কেবল বাড়িয়ে দেয়।আবার এর উল্টো ব্যাপারও আছে,  হয়তো পথের ধারে ফুটে আছে নয়নতারা,অপরাজিতা,বনমল্লিকা, আকাশে উড়ছে একা শঙ্খচিল, ফুল থেকে ফুলে ঘুরে বেড়া্চ্ছে হলুদ প্রজাপতি, তা দেখেও মনটা ভালো হয়ে যেতে পারে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন