শনিবার, ৩১ ডিসেম্বর, ২০১৬

অহংকার ছিলো যৌবনের

তোকে যেদিন প্রথম দেখেছিলাম,অহংকার ছিলো যৌবনের
অহংকারে হেটেছিস তোর বাড়ীর উঠানে
কাঁদা লাগাসনি পায়ে,জলে ভিজাসনি শাড়ি
বলেছিলাম তোকে- বু্ঁনো জ্যোৎস্নায় স্নান করতে এক সাথে
তুই খুলেসনি শাড়ি,খুলেসনি অন্তর্বাস,
কিসের এতো অহংকার ছিলো তোর ?

যৌবনতো শুকিয়ে ফেলেছিস,অহংকার চূর্ণ করেছিস বলিরেখায়
নদীর জল শুকিয়ে ফেলেছিস
কোথায় সেই ফেনায়িত ঝর্ণাধারা ?
অনুর্বর ভুমি,শুকিয়ে চৌচির হয়েছে মৃৃত্তিকা
এমন অনুর্বর ভুমি এমন জলহীন নদী পছন্দ করিনা

যদি পারিস আবার নদী হ,আবার জলে ভর্ নদী
আবার উর্বর কর্ ভূমি
তবেই আমি লাঙ্গলের ফলা চালাবো,সাঁতরাবো নদী।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন