সোমবার, ৫ ডিসেম্বর, ২০১৬

মৌন বেদনা

কাল অর্ধেক রাতে ঘুম ভেঙ্গে যায়।জানালা খুলে দেখি বাইরে শিশির ঝরছে।রাতের অন্ধকারে কুয়াশাগুলো পাখা মেলে উড়ে যাচ্ছে।খুব ইচ্ছা করছিলো বাইরে যেয়ে শিশিরে ভিজে আসি।একাকী নয়,দু'জনে মিলে।এই রকম আদিগন্ত শিশির ঝরা রাতে স্নাত হতে মন চাইছে।কিন্তু আমি জেগে আছি,সে জেগে নেই।আমি ব্যাকুল হয়েছি,সে হয় নাই।এ রকম কতো ইচ্ছা,কতো আকাংখা মায়াবী রাতের গভীরে লীন হয়ে গেছে।সে মৌন বেদনাগুলো আমিই একাকী পেয়েছি।সে পায় নাই।আবার এমনও তো হয়তো অনেক হয়েছে , তারও অনেক কামনা বাসনা আমি পূরণ করি নাই।তার সেই মৌন বেদনাগুলি সে লুপ্ত রাখিয়াছে, এমনি করে সেও একাকী ভোগ করিয়া গিয়াছে।সে খবর আমি রাখি নাই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন