বুধবার, ৭ ডিসেম্বর, ২০১৬

বিদায়ী পংতিমালা

যে ছেলেটি একদিন ্ট্রেনে করে এসেছিলো এই ঢাকা শহরে
সে আজ শববাহি যাত্রি হয়ে চলে যাচ্ছে তারই শহরে,
তার জ্বলজ্বলে চোখ ভালোবেসেছিলো বাংলাদেশের মানচিত্র
উদ্দাম তারুণ্যে বার বার হেটে গেছে রবীন্দ্র সরোবরের কাছে
যেখানে নিহত হয়েছিলেন স্থপতি,জাতির পিতা
 ইতিহাসের সেই আদর্শিক পিতার ছবিকে করেছো কুর্নিশ।
তুমিতো বহিমিয়ান ছিলে না,তুমি লিখতে কবিতা
জীবন থেকে শব্দ তুলে এনে লিখতে গল্প
কি অভিমান ছিলো তোমার ! ধূসর এই হেমন্ত সন্ধ্যায়
চলে গেলে তুমি বহ্মপুত্রের তীরে,শেষ খেয়াটির অপেক্ষা না করে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন