শনিবার, ৩ ডিসেম্বর, ২০১৬

ধরিত্রীর উষ্ণতা

কি করে ভুলে থাকতে পারি এই আকাশ, ধরিত্রীর উষ্ণতা, বাতাসের সতেজতা, জলের ঝিকিমিকি। এই ধরিত্রীর প্রতিটি অংশই আমার  কাছে পবিত্র। পাইন গাছের প্রতিটি চকচকে ডগা, বালুকাময় প্রতিটি সমুদ্রতট, অন্ধকার বনভূমিতে জমে থাকা কুয়াশা, প্রতিটি প্রান্তর, প্রতিটি পতঙ্গ আমার পবিত্র। কি করে ভুলতে পারি ধানক্ষেতের ভিতর দিয়ে বয়ে চলা সেই ঝিলিমিলি বাতাস।অশোথের গাছ থেকে ঝরে পড়া পাতার শব্দ।এই সবই আমাকে ঘর থেকে টেনে বের করে নিয়ে যায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন