বুধবার, ১৪ ডিসেম্বর, ২০১৬

ফসল

কানামাছি খেলতে যেয়ে ছু্ঁয়েছি তোমার চোখ
গোল্লাছুট খেলতে যেয়ে চিবুক,
এক্কা দোক্কায় ছি্ঁড়েছি তোমার ঠো্ঁট
ফুসকার ঝালের মতো চুম্বনে আভা ঝরেছে,
এসবই কোনো খেলা ছিলোনা কোনো সময়।
জরায়ুর উর্বর ভূমির জন্য লাঙ্গলের ফলা খুঁজে বেড়াও
 মেঘের দিকে চেয়ে জলের জন্য চাতকী হও
 আমার শুক্রাণু তখন ছুটতে থাকে ফুৎকারে
 তোমার উর্বর ভূমির দিকে ফসল ফলাতে।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন